ডেল্টা প্ল্যানিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি, গুরুদাসপুর প্রকাশের সময় : ০৮/১১/২০২২, ৭:০৭ অপরাহ্ণ / ৮৫
ডেল্টা প্ল্যানিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চলনবিলের পুনরুজ্জীবন ও পুনরুদ্ধার শীর্ষক বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০ প্রকল্পের মাস্টার প্ল্যান প্রনয়নের নিমিত্তে পরিকল্পনা কমিশনের অর্থ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা গুরুদাসপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উপকারভোগী এবং চলনবিল রক্ষা আন্দোলন কমিটির সাথে মতবিনিময় সভা করেছেন।

নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৭ নভেম্বর) দুপুরে বিলসা স্বর্ণদ্বীপ ও চলনবিল রক্ষা আন্দোলন কমিটির আয়োজনে বিকেল চারটায় পৌর সদরের চাঁচকৈড় বিডাব্লিউবি অফিস মিলনায়তনে পৃথকভাবে ওই মতবিনিময় সভা হয়।

সভায় বক্তব্য রাখেন নেদারল্যান্ড সরকারের প্রতিনিধি টিম লিডার মি. বেন উইটজেস (ইবহ ডরঃলবং), পরিকল্পনা কমিশনের বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত অতিরিক্তি সচিব (অর্থ কমিশন) মো. মফিদুল ইসলাম, পরিবেশ ও ভূগোল তথ্য গবেষক ড. ফারহানা আহমেদ ও মো. শিবলী সাদিক, পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়া ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

এসময় উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এছাড়া চলনবিল রক্ষা আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মিজানুর রহমান, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আককাছ, চাটমোহর বার্তার সম্পাদক হাবিবুর রহমান, অন্যদের মধ্যে চলনবিল রক্ষা কমিটির নেতা মজিবুর রহমান মজনু, এমদাদুল হক, জাহাঙ্গীর আলম, মো. আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।

উপকারভোগীদের পক্ষে বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নে বিল ও নদী রক্ষা আন্দোলন কমিটি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, মৎস্যজীবী, কৃষক, কুমার, তাঁতি, আদিবাসী, পরিবেশকর্মী, সাংবাদিক, মাঝি, এনজিও প্রতিনিধিসহ চলনবিল সংশ্লিষ্টদের নিয়ে তদারকির জন্য একটি মজবুত সমন্বয় কমিটি গঠন করতে হবে। যাতে চলনবিলের স্বার্থ রক্ষা ও উন্নয়ন সাধিত হয়।

পত্রিকা একাত্তর / সোহাগ আরেফিন