কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার দীনেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে আবেগ ঘন পরিবেশে বিদায় জানালো ভেড়ামারা প্রেসক্লাব। আজ শনিবার এ উপলক্ষে ভেড়ামারা প্রেসক্লাবের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । ভেড়ামারা প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়জুল ইসলাম মিলনের সভাপতিত্বে বিদায় সম্বর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সাধারণ সম্পাদক বাবলু মুস্তাফিজ সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সভায় সহ-সভাপতি হেলাল মজুমদার প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোয়ার হোসেন মারুফ, নির্বাহী সদস্য ইসমাইল হোসেন বাবু বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ভেড়ামারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল ইসলাম ওলি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম , ওমর ফারুক কোষাধ্যক্ষ ইয়ামিন হোসেন, দপ্তর সম্পাদক জাহিদ হাসান ,আইন বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান চন্দন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল কবির নবীন সমাজ কল্যাণ সম্পাদক মোহন আলী সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনজুর রাসেল ডলার, নির্বাহী সদস্য এসএম ফয়সাল,
রুমেল আলী নাসিম উদ্দিন সাংবাদিক তূর্য হোসেন, বাবুল আক্তার নোমান জহির রাজা প্রমুখ উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে বিদায়ী ইউএনওকে প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেয়া হয় । উল্লেখ্য ইউএনও দীনেশ সরকার ভেড়ামারা উপজেলায় কর্মরত অবস্থায় বগুড়া জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিজনিত কারণে তার বিদায় লগ্নে প্রেসক্লাব কর্তৃপক্ষ এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করে।
পত্রিকা একাত্তর / আনোয়ার হোসেন