“শোষনের বেড়াজালে মানুষের প্রান, মুক্তির মিছিলে লড়াইয়ে গান” এই প্রতিপাদ্যকে বুকে ধারন করে রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধায় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে বালিয়াকান্দির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব ড. মোঃ রেজাউল ইসলাম। ড. রেজাউল ইসলাম বলেন, আমি বালিয়াকান্দি হাই স্কুলের ছাত্র ছিলাম। আমার বাবা ছিলেন বালিয়াকান্দি হাই স্কুলের হেডমাস্টার মরহুম শেখ আজিজুল ইসলাম। তিনি ছিলেন একজন আদর্শ মানুষ আদর্শ পিতা এবং একজন আদর্শ শিক্ষক ছিলেন আমার বাবা। ১৯৭৬ সালে আমি এইখানে আসি।
তখন থেকেই এই সংস্কৃতির চর্চা করে আসছি। তৎকালীন সময়ে বালিয়াকান্দির ছেলেমেয়েদের নিয়ে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে আমি প্রোগ্রাম করেছি। আমার সাথে যারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন তারা দেখে থাকেন আমি সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি। যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, তাদের মন ভাল থাকে, তারা কখনোই খারাপ পথে পরিচালিত হতে পারে না। সমাজকে মাদকমুক্ত করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটদের স্নেহ করতে হবে এবং শিক্ষকদের সম্মান করতে হবে।
আমি বিশ্বাস করি উদীচী শিল্পী গোষ্ঠী তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড দিয়ে এগিয়ে যাবে এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাবে। একটা কথা না বললেই নয়, আজকে যে শুদ্ধ পরিবেশে সংস্কৃতি চর্চা করছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে এজন্য। আমরা পরাধীন ছিল। এই দেশ স্বাধীন করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জয় বাংলা শ্লোগানে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। জয় বাংলা স্লোগান মুক্তিযুদ্ধের স্লোগান, জয় বাংলা স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান। মুক্তিযোদ্ধাদের সম্মান করতে হবে। এই দেশকে সম্মান করতে হবে এবং এই দেশের মানুষকে সম্মান করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা। এছাড়াও উপস্থিত ছিলেন, উদীচীর কেন্দ্রীয় সদস্য ও বালিয়াকান্দি শাখার উপদেষ্টা এএসএম দাউদ খান, উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য আফরোজা ডলি, সহ-সভাপতি সোলেমান আলী মোল্লা প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদীচী বালিয়াকান্দি শাখার সভাপতি সাহাদত হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বালিয়াকান্দি উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ মজুমদার।
পত্রিকা একাত্তর / শাকিল মোল্লা
আপনার মতামত লিখুন :