‘সত্যের সন্ধানে অবিরাম’—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও অগ্রযাত্রার ৭ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে আজ।
শুক্রবার (৪ঠা নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ডোমার প্রেসক্লাব চত্বর থেকে ‘আমাদের প্রতিদিন’ পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।
ডোমার প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ও আমাদের প্রতিদিনের প্রতিনিধি মোসাদ্দেকুর রহমান সাজু’র সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, ডোমার প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান চয়ন, ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বোড়াগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনছুর আলী, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ্ কামাল পাখি প্রমূখ।
বক্তারা বলেন, ডোমারের বিভিন্ন প্রেক্ষাপটে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। সাংবাদিকদের বলিষ্ঠতায় অন্যায়-অনিয়ম, দুর্নীতি রোধ করা সম্ভব হচ্ছে। সমাজের দর্পণ খ্যাত এই পেশায় জড়িতদের মঙ্গল কামনা সহ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান রইলো। আমাদের প্রতিদিন পত্রিকার ৬ষ্ঠ বর্ষপূর্তি ও ৭ম বর্ষে পদার্পণ হোক শুভকর।
আলোচনা সভার সঞ্চালনা করেন—বাংলাদেশ প্রেসক্লাবের ডোমার উপজেলা শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ। পরে, কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান (মন্ত্রী), ডোমার পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মো. মকবুল হোসেন, পৌর কৃষক লীগের আহ্বায়ক মো. আবু সাঈদ, পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মো. আসাদুজ্জামান রাসেল, বাংলাদেশ প্রেসক্লাবের ডোমার উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাখাওয়াৎ আমিন (সৈকত), ডোমার প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক মো. আনিছুর রহমান (মানিক), প্রচার সম্পাদক এস কে হিমেল, কার্যকরী সদস্য মো. মেহেদী হাসান মুক্তি, এবাদত হোসেন চঞ্চল, রাশেদুল ইসলাম আপেল প্রমুখ।
পত্রিকা একাত্তর/রিশাদ