স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ হাবিবুর রহমানের সাথে নীলফামারীর ডোমার উপজেলার কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) গণের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
বৃহস্পতিবার (৩রা নভেম্বর) সকালে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার (সুপারভিশন মনিটরিং, ই-হেলথ্ ও এমআইএস) ডা. মুহাম্মদ হাবিবুর রহমান।
ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী’র সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. মো. মনিরুজ্জামান রুকু, ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন প্রমূখ সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিএইচসিপিগণ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
মতবিনিময় সভা শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার পদে কর্মরতরা।
পত্রিকা একাত্তর / রিশাদ
আপনার মতামত লিখুন :