জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ০১/১১/২০২২, ১১:৩৪ পূর্বাহ্ণ / ৯৮
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী

সুনামগঞ্জ জেলা আলফাত স্কয়ারে সমাজতান্ত্রিক দল ( জাসদ) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মেডিকেল পয়েন্ট হতে মশাল মিছিল নিয়ে কাজীর পয়েন্ট হতে আলফাত স্কায়ারে এসে আলোচনার পর আবার আলফত স্কয়ার হতে কাজীর পয়েন্ট হয়ে মেডিকেল পয়েন্ট থামেন।

জেলা জাসদের সাধারণ সম্পাদক রুহুল আমিন তুহিন এর সঞ্চালনায় ও জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করা হয়। আলোচনা সভায় বক্তব্যে বলেন, ১৯৭২ সালে শহিদের রক্তের বিনিময়ে অর্জিত সমাজতান্ত্রিক দল জাসদের জন্ম আজ ৫০ তম জন্ম ও প্রতিষ্ঠা বার্ষিকী।

দেশ স্বাধীন হয়েছে ঠিক কিন্তু এই জাতী আজও মুক্তি পাইনি। সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নাই, তার মধ্যে ক্ষমতার লোভে দুই দলের হুংকার শুনি। দেশ থেকে হাজার কোটি টাকা পাচার হয়ে যাওয়ার কথা সরকারকে প্রশ্নবিদ্ধ করেছেন।

পত্রিকা একাত্তর / শাহীন আরাফাত