patrika71
ঢাকাশুক্রবার , ৩০ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে সাহিত্যিক আহমদ ছফার ৮১তম জন্মদিন পালিত

জেলা প্রতিনিধি, চট্রগ্রাম
জুন ৩০, ২০২৩ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

চন্দনাইশের কৃতিসন্তান, উপমহাদেশের প্রখ্যাত লেখক, ঔপন্যাসিক, কবি, চিন্তাবিদ ও গণবুদ্ধিজীবী সাহিত্যিক আহমদ ছফার ৮১তম জন্মদিন উপলক্ষ্যে চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ভাষাসৈনিক আবুল কালাম আজাদ এডুকেশন সোসাইটি গ্রন্হাগারে শুক্রবার (৩০জুন ২০২৩) দুপুরে অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সভাপতি, লেখক ও গবেষক শাহজাহান আজাদের সভাপতিত্বে ও চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদ সাধারণ সম্পাদক সাংবাদিক মো. নুরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের উপদেষ্টা ও দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অধ্যাপক মো. তৈয়বুর রহমান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি)’র সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন ।

বিশেষ অতিথি ছিলেন উত্তর হাশিমপুর রহমানিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোয়েব, সাহিত্যিক আহমদ ছফার নাতি শহিদুল আলম, ভাই খলিফা পাড়া সমাজ উন্নয়ন পরিষদ সভাপতি মো. এয়াকুব আলী, হাশিমপুর ইউনিয়ন ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, সমাজসেবক ও ব্যবসায়ী মো: মফিজ উদ্দিন চৌধুরী, ব্যাংকার শাহজাহান সাজু।

আলোচনায় অংশগ্রহণ করেন তরুণ লেখক সাফাত বিন সানাউল্লাহ, চন্দনাইশ সাহিত্যিক আহমদ ছফা পরিষদের সদস্য যথাক্রমে কাজী মোশারফ হোসেন মিশু, মো. তারেক, নুর হোসাইন, আবদুল্লাহ ফয়সাল, কাজী মোস্তাকীম প্রমুখ।

এ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির মধ্যে ছিল দক্ষিণ গাছবাড়িয়া রহমানিয়া আহমদিয়া এ, এস সুন্নিয়া দাখিল মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানায় খতমে কোরআন ও দোয়া মাহফিল এবং বৃক্ষরোপণ-গাছের চারা বিতরণ।

বক্তারা অভিমত প্রকাশ করেন, প্রথাবিরোধী সাহিত্যিক আপসহীন লেখক আহমদ ছফা বিশ্বসাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। উপন্যাস, প্রবন্ধ, কবিতা, গান, অনুবাদ সহ সাহিত্যের সব শাখায় তাঁর সপ্রতিভ পদচারণা বাংলা সাহিত্যের মূল্যবান সম্পদ হিসেবে সমাদৃত। সাহিত্যপ্রেমীরা তাঁকে যুগ যুগ ধরে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বক্তারা সাহিত্যিক আহমদ ছফার অনবদ্য সাহিত্য তথা সৃষ্টিকর্মের কথা উল্লেখ করে আরও বলেন, শুধু বাংলা সাহিত্য নয় বিশ্ব সাহিত্যাংগনে তিনি নিজ প্রতিভার গুণে স্থায়ী আসন দখল করেছেন।

পত্রিকা একাত্তর/ ইসমাইল ইমন