patrika71
ঢাকাশুক্রবার , ২৩ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, বিরামপুর
জুন ২৩, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুর উপজেলায় নানা কর্মসূচির মাধ্যমে শুক্রবার (২৩ জুন) বাংলাদশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

সকালে স্থানীয় ঢাকা মোড় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দুপুরে শহীদ মিনার মাঠে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিরামপুর উপজলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জেলা পরিষদের সদস্য মোজাহার আলী, বিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভেজ কবীর, জেলা আওয়ামী লীগের সদস্য রুহুর আমীন সরদার, সাবেক পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রানা প্রমূখ।

এতে পৌর এলাকা ও ৭ ইউনিয়নের আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অংশ গ্রহণ করেন।

পত্রিকা একাত্তর/ এবিএম মুছা