সুন্দরগঞ্জে মনোরঞ্জন সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা


উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ প্রকাশের সময় : ১৩/০৫/২০২৩, ১১:২৪ পূর্বাহ্ণ /
সুন্দরগঞ্জে মনোরঞ্জন সঙ্গীত বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মনোরঞ্জন সঙ্গীত বিদ্যালয়ের ১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার বঙ্গবন্ধু চত্ত্বর মাঠে উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

বিশেষ অতিথি থানা অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, দহবন্দ ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, পৌর আওয়ামীলীগ সভাপতি ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আহসানুল করিম চাঁদ, উপজেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও কামারপাড়া ডিগ্রী কলেজের প্রভাষক এ.এস.এম মঞ্জুরুল হক প্রামানিক বকুল, থানার এসআই রায়হান জামান, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি গোলাম মোস্তফা মুরাদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছন্দকার তৌফিক খন্দকার। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণকারি সকল শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পত্রিকা একাত্তর/ হযরত বেল্লাল