বটিয়াঘাটায় আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ‍্য র‌্যালি ও আলোচনা


উপজেলা প্রতিনিধি, বটিয়াঘাটা প্রকাশের সময় : ০২/০৫/২০২৩, ৯:০৬ অপরাহ্ণ /
বটিয়াঘাটায় আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে বর্নাঢ‍্য র‌্যালি ও আলোচনা

শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানকে সামনেরেখে বটিয়াঘাটা উপজেলা সদরে নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

১ মে সোমবার সকাল ১০ টায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনে বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতা, কর্মী, বটিয়াঘাটা নির্মান শ্রমিক ইউনিয় র‌্যালি ও আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ নুরালী মিনা, প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য বিবেক বিস্বাস।

বিশেষ অতিথি ছিলেন নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা বিশিষ্ট ঠিকাদার ও সমাজ সেবক আল-মামুন শেখ, পরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জামাল চৌধুরী নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা মোড়ে শেষ করে।

সেখানে আলোচনা সভা শেষে গেন্জি ও খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

পত্রিকা একাত্তর/আক্তারুল ইসলাম