“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদকে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়িতে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
সোমবার (১লা মে) উপলক্ষে শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য রেলি শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ি আঞ্চলিক শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি হিসেবে সরিষাবাড়ী পৌর সভার মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, জেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফরিদ আহমেদ।
পত্রিকা একাত্তর/ সিহাব উদ্দিন
আপনার মতামত লিখুন :