ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারের উদ্বোধন


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ১৮/০৪/২০২৩, ৭:৫৭ অপরাহ্ণ /
ডোমার স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারের উদ্বোধন

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি সম্পর্কিত, শ্বাসকষ্ট জনিত রোগ, মানসিক রোগ ও ক্যান্সার রোগীদের সেবা প্রদানের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনসিডি কর্ণারের উদ্বোধন করা হয়েছে আজ।

মঙ্গলবার (১৮ই এপ্রিল) সকাল ১১টায় মডেল ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার আয়োজনে অনুষ্ঠিত এনসিডি কর্ণারের উদ্বোধন করেন—নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমানের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—নীলফামারী জেলা সিভিল সার্জন কর্মকর্তা ডাঃ মোঃ হাসিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সহিদার রহমান মানিক প্রমূখ।

এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনী এন্ড অবস) ডাঃ ফারজানা আফরিন, মেডিকেল অফিসার ডাঃ আইনুল হক, জুনিয়র কনসালটেন্ট (অর্থোপেডিক্স সার্জন) ডাঃ মোঃ হযরত আলী, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন প্রমূখ সহ হাসপাতালে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ, বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী সহ স্থানীয় সুধীজন।

পত্রিকা একাত্তর/ রিশাদ