মেলান্দহে মুজিবনগর দিবস পালিত


জেলা প্রতিনিধি, জামালপুর প্রকাশের সময় : ১৭/০৪/২০২৩, ১১:০০ অপরাহ্ণ /
মেলান্দহে মুজিবনগর দিবস পালিত

জামালপুরের মেলান্দহ উপজেলায় মুজিবনগর দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সোমবার (১৭এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার মির্জা আজম আধুনিক অডিটোরিয়ামের হলরুমে মুজিবনগর দিবসের তাৎপর্য ও বাংলাদেশ স্বাধীনতা অর্জনশীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন এর আয়োজনে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, ওসি তদন্ত কবির হোসেন, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, উত্তরণ সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সম্পাদক মহব্বত আলী ফকির, উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম বিএসসি প্রমুখ।

পত্রিকা একত্তর/ সাকিব