patrika71
ঢাকাশুক্রবার , ১৪ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

ডোমারে বাংলা নববর্ষ উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা

উপজেলা প্রতিনিধি, ডোমার
এপ্রিল ১৪, ২০২৩ ৩:৪৫ অপরাহ্ণ
Link Copied!

‘বরিষ ধরা-মাঝে শান্তির বারি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পুরোনো বছরের হতাশা, গ্লানি, জড়তাকে পেছনে ফেলে শান্তির বার্তা নিয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নতুন বাংলা সন ১৪৩০ বঙ্গাব্দ বরণে নীলফামারীর ডোমারে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ই এপ্রিল) সকালে উপজেলার সাংস্কৃতিক অঙ্গনের প্রাণকেন্দ্র শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন চত্বর তথা বাটার মোড় থেকে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতারের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।

এসময় সকলের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ পূবন আখতার, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপী, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমূখ।

আলোচনা সভায় সঞ্চালক হিসেবে দায়িত্বপালন করেন—ডোমার উপজেলা শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমান ও বাংলাদেশ প্রেস ক্লাবের ডোমার উপজেলা শাখার সভাপতি জাবেদুল ইসলাম সানবীম।

পরে, ডোমারের সকল সাংস্কৃতিক সংগঠনের কুশীলবদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ