নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গলশোভা যাত্রা বের করা হয়।
পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছের নের্তৃত্বে মঙ্গল শোভা যাএাটি সকালে পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে উপজেলা বটমূলে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, আওয়ামীলীগের সাধারন সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী ও উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও সেলিনা আক্তার প্রমূখ।
এ সময় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।
পত্রিকা একাত্তর/ সিয়াম সরকার
আপনার মতামত লিখুন :