জেলা পুলিশ কুষ্টিয়া উদ্যোগে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় বিচারক শেখ আবু তাহের এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শেখ আবু তাহের, জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া। এসময় বদলীজনিত কারনে বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া। জনাব শেখ আবু তাহের, জেলা ও দায়রা জজ, কুষ্টিয়া মহোদয় গত ১৮ মার্চ ২০২১ খ্রি. জেলা ও দায়রা জজ আদালত, কুষ্টিয়াতে যোগদান করেন। দীর্ঘ ২ বছর অত্যন্ত নিরলসভাবে তিনি কুষ্টিয়াতে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে সচিব, জুডিশিয়াল সার্ভিস এ্যাসোসিয়েশন, ঢাকাতে বদলী হয়েছেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য পুলিশ-ম্যাজিস্ট্রেসি সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন। বিচার বিভাগের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা সহজ হবে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার তার বক্তব্যে বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন কুষ্টিয়া জনাব মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, জনাব মোঃ আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার, ভেড়ামারা সার্কেল, কুষ্টিয়া, জনাব মোঃ আব্দুল খালেক, সহকারি পুলিশ সুপার(মিরপুর সার্কেল), কুষ্টিয়া, ডিআইও ১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা, আরওআই, রির্জাভ অফিস, আরআই, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।
পত্রিকা একাত্তর/ আনোয়ার হোসেন