নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২ টার সময় উপজেলার আছিয়া কারম্যান বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো: হুমায়ুন কবির শাহাজাদা’র সভাপতি ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: শহীদ উল্যাহ খোকন’র সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জোবেদা মালেক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও কানাডা প্রবাসী রফিকুল ইসলাম বাবুল। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু পরেশ চন্দ্র মজুমদার, সিনিয়র শিক্ষক সুবন্ধু মজুমদার প্রমূখ।
উক্ত অনুষ্ঠানে কোরআন তেলোয়াত, গীতা পাঠ, দেশাত্নবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি, চেয়ার খেলা- মিউজিক চেয়ার, হাড়ি ভাঙ্গা, সুঁই-সুতা, বল নিক্ষেপ, স্মৃতি পরীক্ষা, যেমন খুশি তেমন সাজ, রচনা প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারিদের মধ্যে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পত্রিকা একাত্তর/ আবু সাঈদ