“সুস্থ্য দেহ, সুন্দর মন – খেলাধুলায় করি অংশগ্রহণ”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমার মহিলা ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে আজ।
রোববার (১৯শে মার্চ) সকাল সাড়ে ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজুল হক।
ডোমার মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুলের সভাপতিত্বে এবং অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম রিমুন, ডোমার নাট্য সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, অত্র কলেজের গভর্নিং বডির সদস্য নুরুল ইসলাম (বিএসসি) প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। এছাড়া নারীর ক্ষমতায়ন সম্পর্কিত ছাত্রী ও অভিভাবকদের আলোকপাত সহ শিক্ষার্থীদের সফলতার জন্য শিক্ষক, অভিভাবকদের সহযোগিতা ও কৃতিত্বপূর্ণ ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখতে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে গত এইচএসসি পরীক্ষায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
পত্রিকা একাত্তর/ রিশাদ