শুক্রবার (১৭ মার্চ) সকাল ৯ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সংসদ সদস্য, পৌর মেয়র ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা অডিটরিয়ামে সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, তহমিনা বেগম মিনু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ এস এম মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, প্রভাষক বিপ্লব মিত্র, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন প্রমূখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পত্রিকা একাত্তর/ ইমাম হোসেন
আপনার মতামত লিখুন :