“ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে মেঘনা কিশোর-কিশোরী ক্লাব।
বৃহস্পতিবার (১৬ই মার্চ) সকাল সাড়ে ১০টায় ডোমার পৌরসভার চিকনমাটি মধ্য ধনীপাড়া এলাকায় মেঘনা কিশোর-কিশোরী ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ভায়োলেন্স এগেইনস্ট চিলড্রেন এন্ড ওমেন প্রোগ্রাম অর্ডিনেটর পিন্টু মন্ডল। এতে সভাপতিত্ব করেন—ডোমার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহজাদী বেগম।
চিলড্রেন এন্ড এ্যাডলোসেন্ট ক্লাব অর্গানাইজার জুনায়েদ আহমেদের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—সিআরএফ চাইল্ড রাইট ফ্যাসিলেটর আবিদা সুলতানা, ডোমার বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোরমা বেগম, অবসরপ্রাপ্ত ফিল্ড ভিজিটর ফেরদৌসী বেগম, ডোমার পৌর কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ এবাদত হোসেন চঞ্চল, মেঘনা কিশোর-কিশোরী ক্লাবের পিএফ সুরভী আক্তার, মঞ্জুরীন আফরোজ, পিএল সাফায়েত হোসেন উৎস, রোকসানা বেগম প্রমূখ।
পরে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, নৃত্য পরিবেশনা করে মেঘনা কিশোর-কিশোরী ক্লাবের কুশীলবরা।
পত্রিকা একাত্তর/ রিশাদ
আপনার মতামত লিখুন :