শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ২২/০২/২০২৩, ২:৩৩ অপরাহ্ণ /
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নীলফামারীর ডোমারে ‘শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ’ এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা কর্মসূচি ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় শহীদ মিজান-আব্দুল বারী স্মৃতি সংসদ পাঠাগার হলরুমে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের ডোমার পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন—ডোমার পৌর শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি আসিফ সিদ্দিক তোরন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রায়হানুল হক তৌফিকের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা শাখা বাংলাদেশ প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজমির রহমান রিশাদ, ডোমার সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রাজ্জাক পলাশ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোরছালিন ইসলাম, প্রজন্ম একাত্তর পরিষদের সমন্বয়ক এহছানুল হক জয়, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের পৌর যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল আমিন সূর্য প্রমূখ।

সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ পূর্বক সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক আলোচনা করেন। পরে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও কেক কেটে উদযাপন করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ