মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার আয়োজনে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মানবিক বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান আদম তমিজী হকের নির্দেশক্রমে মঙ্গলবার সকালে ভাষা শহীদদের স্মরণে শহীদ খুশি রেলওয়ে মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে রাজবাড়ী রেলষ্টেশন এলাকায় অসহায় ও ছিন্নমূল ২০০ জন মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন: মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সভাপতি- শেখ মমিন, যুগ্ন-সাধারণ সম্পাদক- মো: শাকিল মোল্লা, উপ- প্রচার সম্পাদক- আবিদ হাসান, কার্যকরী সদস্য- নাহিয়ান হাসান অমিত ও বাধন মন্ডল সহ অন্যান্যরা।
মানবিক বাংলাদেশ সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উপ- প্রচার সম্পাদক- আবিদ হাসান বলেন, রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। আজ ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করেছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা
আপনার মতামত লিখুন :