লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


উপজেলা প্রতিনিধি, ডোমার প্রকাশের সময় : ৩১/০১/২০২৩, ৬:২৫ অপরাহ্ণ /
লুৎফল হক ফাউন্ডেশনের বর্ষপূর্তিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নীলফামারীর ডোমার থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ‘বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফল হক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১শে জানুয়ারী) সকাল ১১ টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে ‘বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন’ এর আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। এতে সভাপতিত্ব করেন- বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আনজারুল হক।

সংগঠনের সদস্য মো. আশরাফুল হক সন্ধির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বন কর্মকর্তা আনিসুল হক গোল্ডেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরননবী, পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মো. গোলাম মোস্তফা, ডোমার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. শাহিনুল ইসলাম বাবু, ম্যানেজিং কমিটির সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম বিএসসি, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাফিজুল হক রবি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মো. আল-আমিন রহমান প্রমূখ।

পরে, ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক আখতারুল হক আকু’র স্মরণে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, ৩৫ জন গরীব ও মেধাবী শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান, জলঢাকার পাইটকাপাড়া মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে কোরআন শরিফ বিতরণ ও এলাকার দুই শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/ রিশাদ