patrika71
ঢাকাবৃহস্পতিবার - ১৯ জানুয়ারি ২০২৩
 1. অনুষ্ঠান
 2. অনুসন্ধানী
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আবহাওয়া
 7. ইসলাম
 8. কবিতা
 9. কৃষি
 10. ক্যাম্পাস
 11. খেলাধুলা
 12. জবস
 13. জাতীয়
 14. ট্যুরিজম
 15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

জিয়াউর রহমানর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলাচনা সভা

জেলা প্রতিনিধি, বাগেরহাট
জানুয়ারি ১৯, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বাগরহাট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলাচনা সভা, রক্তদান ও শীতবস্ত্র বিতরন করছ জলা যুবদল। বহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল জলা বিএনপির কার্য়ালয়।

জেলা যুবদলর সাধারন সম্পাদক মা: সুজন মাল্লার সভাপতিত্ব ও যুগ্ম সাধারন সম্পাদক মা: জাহাঙ্গীর হাসনর সঞ্চলনায় অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথি হিসাব বক্ততা করন জলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হাসন তালিম। বিশষ অতিথি ছিলন জলা বিএনপির সদস্য সচিব মাজাফফর রহমান আলম।

এসময় অন্যান্যদর মধ্য বক্ততা করন জলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সয়দ নাসির আহমদ মালক, ডা: আব্দুর রহমান, সরদার ওহিদুল ইসলাম পল্টু বিএনপি নতা এসকদার হাসন, জলা ছাত্রদলর সাংগঠনিক সম্পাদক মাল্লা আতিকুর রহমান রাসল প্রমুখ।

পত্রিকাে একাত্তর/ আবু তালেব