রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে গোয়ালন্দ উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি আয়োজিত তিনদিন ব্যাপী উপজেলা মাধ্যমিক পর্যায়ের ৫১তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের জমকালো অনুষ্ঠান ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন,জেলা পরিষদ সদস্য মো. ইউনুস হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান। এ সময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল প্রধান শিক্ষক, সুপার ও ক্রীড়া শিক্ষকবৃন্দ উপস্হিত ছিলেন।
প্রতিযোগিতায় উপজেলার সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তিন ক্যাটাগরিতে বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় দৌড়, সাইকেল রেস, ক্রিকেট, ভলিবল ইত্যাদি খেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
পত্রিকা একাত্তর/ শাকিল মোল্লা