লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি,আর, সারোয়ার দায়িত্ব পালনের এক বছর পূর্ণ হল।
এক বছর পূর্ণ উপলক্ষ্যে আদিতমারী উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এই সীমান্তবর্তী উপজেলা যোগদানের পর থেকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখার চেষ্টা করে যাচ্ছে জি,আর সারোয়ার।
১ বছর পূর্বের কর্মস্থল লালমনিরহাট সদর উপজেলা ভূমি কমিশনার (এসিল্যান্ড) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরবর্তীতে সরকার পদোন্নতি দিয়ে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করেন।
পত্রিকা একাত্তর/ গোলাপ মিয়া