শেরপুরের নকলায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ ও নকলা উলামা ঐক্য পরিষদ’র যৌথ উদ্যোগে চতুর্থ বার্ষিক হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন মাদরাসার ১০৬ জন প্রতিযোগীর অংশগ্রহণে পৌর শহরের বাসষ্ট্যান্ড নকলা দারুল উলুম মাদরাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে সন্ধ্যার পূর্বে নকলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা লুৎফর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও নকলা দারুল উলুম মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা মুফতি আনসারুল্লাহ তারা আলমের উপস্থাপনায় পুরষ্কার বিতরণের আয়োজন করে।
উক্ত প্রতিযোগীতায় বিচারক মন্ডলীর ফলাফলে ৫পারা, ১০ পারা, ২০ পারা ও ৩০ পারায় প্রতিটি গ্রুপে বিজয়ী হিসেবে ১০ জন ও অনুর্ধ ১০ বছরের প্রতিযোগিদের মধ্য থেকে সেরা ২জনকে নির্বাচিত করে তাদের পুরষ্কৃত করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন। এসময় অন্যান্যদের মধ্যে নকলা উলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আঃ জলিল, সহ-সভাপতি মাওলানা আঃ সামাদ ও মুফতি ওয়ালীওল্যাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্যাহ, কোষাধ্যক্ষ হাফেজ ছায়েদুল ইসলামসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, নকলা উলামা ঐক্য পরিষদের অন্যান্য সদস্যসহ স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ নকলা প্রেস ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ আবু হেলাল