ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে বিজয় দিবসের র‍্যালী ও আলোচনা সভা


জেলা প্রতিনিধি, সাতক্ষীরা প্রকাশের সময় : ১৬/১২/২০২২, ৭:০৪ অপরাহ্ণ / ১৪৭
ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের উদ্যোগে বিজয় দিবসের র‍্যালী ও আলোচনা সভা

সাতক্ষীরা জেলার ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের যৌথ উদ্যোগে যথাযথ মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে।

সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, পতাকা উত্তোলন, আলোচনা সভা, বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরাতে ছাত্র,যুব,শ্রমিক অধিকার পরিষদের বিজয় র‍্যালী এবং শহীদের সম্মানে পুষ্প অর্পণ করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সাতক্ষীরা জেলার সভাপতি ঢালী হাফিজুর রহমান। শ্রমিক অধিকার পরিষদের সম্মানিত আহবায়ক আলতাফ হোসেন। ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমরান হোসেন।

যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আল ইমরান গাজী, শ্রমিক অধিকার পরিষদের সদস্য সচিব আশরাফুজ্জামান হাবিব আশাশুনি উপজেলার সভাপতি রুবেল রানা সাধারণ সম্পাদক অলিউল্লাহ সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম সাতক্ষীরা জেলার সহ সভাপতি নুর ইসলাম সহ-সভাপতি মাজহারুল ইসলাম এছাড়াও প্রত্যেক ইউনিটের সকল নেতৃবৃন্দ উপস্থিতিতে র‍্যালী ও আলোচনা সভা করা হয়।

এছাড়া সাতক্ষীরার দায়িত্বরত সকল উপজেলার নেতা কর্মী উপস্থিত ছিলেন। সংগঠনের সদস্যরা সাতক্ষীরা শহরের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে, এবং স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছিলো সাতক্ষীরা শহর। শহীদদের রক্ত বৃথা যেতে দিবো না।

তোমার আমার পরিষদ ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদ। আমরা আছি থাকবো, জনতা না ক্ষমতা, জনতা জনতা। জনতার অধিকার আমাদের অঙ্গীকার। সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রোগ্রাম শেষ করেন।

পত্রিকা একাত্তর/ আলফাত হোসেন