বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুদ্ধিজীবী দিবসে বুধবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ রায়হান পিএএ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, শেরপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ খান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ ওবাইদুল হক, শেরপুর সরকারী ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক প্রমুখ।
পত্রিকা একাত্তর/ মাসুম বিল্লাহ
আপনার মতামত লিখুন :