patrika71
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী কলেজস্থ কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে মিদুল-সবুজ

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
জুন ১২, ২০২৩ ১১:০৬ অপরাহ্ণ
Link Copied!

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত কুড়িগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’ এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটিতে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান মিদুলকে সভাপতি ও একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মোঃ মাহমুদুল হাসান সবুজকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

সোমবার (১২ জুন) সংগঠনটির উপদেষ্টা ও কুড়িগ্রাম জেলা কল্যাণ সমিতির সদ্য সাবেক সভাপতি হাসান আল মাহমুদ জীবন, সাধারণ সম্পাদক মোঃ মহিদুল ইসলাম মাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান, মোঃ মাহমুদুল হাসান মিজু ও মোঃ বিলাল হোসেনের সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ তাসকিনুর রহমান সৈকত, জুলকার নাঈম, সজিব হাসান রনি ও আশিকুর রহমান।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন জাকারিয়া হোসেন, সাদ্দাম হোসেন ও আরিফ ইশতিয়াক লাইক এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ জাহিদ হাসান ও আনিকা তাসনিম।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে মোঃ হাদিউজ্জামান হামীম ও ছাত্রী বিষয়ক সম্পাদক মোছাঃ রোকসানা নুর জান্নাত মীমকে নির্বাচিত করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি মোঃ মাহমুদুল হাসান মিদুল বলেন, “বিগত সভাপতিগণ সুন্দরভাবে তাদের কাজ চালিয়েছেন। তবে কিছু সীমাবদ্ধতা ও করোনা মহামারীর কারণে জেলা সমিতির গতিশীলতা কমে গিয়েছিল। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রমে নিয়োজিত থেকে সফলভাবে পথ চলতে চাই। এ ক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সবুজ বলেন, “প্রথমে কৃতজ্ঞতা আমার অভিভাবক সমতুল্য বড় ভাইদের আমাকে দায়িত্ব তুলে দেয়ার জন্য, জেলা কল্যাণ সমিতির সকল কাজগুলো দায়িত্ব নিয়ে করে যাবো ইনশাআল্লাহ। কুড়িগ্রাম থেকে আগত শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পারলেই আমার সার্থকতা আসবে বলে মনে করি। সকলের সহযোগিতায় আমরা যেন একটি পরিবারের ন্যায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ তথা ঢাকার বুকে অবস্থান করতে পারি এ আশাবাদ ব্যক্ত করছি।”

আগামী এক (১) বছরের জন্য কুড়িগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির এই নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

পত্রিকা একাত্তর/ অপূর্ব চক্রবর্তী