বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপিত হয়েছে। বুধবার (০৭ জুন) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি উদযাপিত হয়।
সকাল ১০টায় উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান জাতীয় পতাকা উত্তোলন করে দিনের কর্মসূচি শুরু করেন। পরে তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে প্রশাসনিক ভবন চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ও উদযাপন কমিটির আহ্বায়ক সুমিত কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ঐতিহাসিক ছয় দফার মাধ্যমেই বাংলাদেশের স্বাধীনতার রোডম্যাপ ঘোষণা করেন। এ দেশের জন্মের মূলে রয়েছে ঐতিহাসিক ৬ দফা। তাই ৭ জুন বাঙালির স্বাধীনতা, স্বাধিকার ও মুক্তি সংগ্রামের ইতিহাসের অন্যতম মাইলফলক, অবিস্মরণীয় একটি দিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) এস.এম. ইউসুফ আলী, ছাত্রলীগের বশেফমুবিপ্রবি শাখার আহ্বায়ক কাওসার আহমেদ স্বাধীন বক্তব্য দেন।
উদযাপন কমিটির সদস্য সচিব মো. রাসেল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হল প্রভোস্টসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ সাকিব