‘প্লাস্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী পালিত হচ্ছে এবারের পরিবেশ দিবস। তারই ধারাবাহিকতার সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে গাছ লাগিয়েছে রোভার স্কাউটস গ্রুপ।
সোমবার (৫ জুন) কাম্পাসের মুক্তির সনদের সামনে বৃক্ষরোপণ করেন রোভার স্কাউটস এর সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ রোভার স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক তহমিনা রশিদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। এসময় অধ্যক্ষ রোভার স্কাউটস গ্রুপের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
রোভার স্কাউটস গ্রুপের সদস্যরা বলেন, প্রাকৃতিক ভারসাম্য ঠিকমতো বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বিশ্ব পরিবেশ দিবসের উদ্দেশ্য।
এসময় রোভার স্কাউটস এর সদস্যগণ বিভিন্ন সচেতনতামূলক পোস্টারের মাধ্যমের সাধারণ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ দিবস ও এর প্রয়োজনীয়তা ফুটিয়ে তোলার চেষ্টা করেন।
পত্রিকা একাত্তর/ অপূর্ব