রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অ্যাসোসিয়েশন ফর স্টুডেন্টস অ্যান্ড এনভায়রনমেন্টাল রেইনফরস (অ্যাসটার) হল গুলোতে নিয়মিত পরিষ্কার রাখার জন্য শিক্ষার্থীদের মাঝে জনসচেতনতা বৃদ্ধির নিমিত্তে লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ প্রচারাভিযানে লিফলেট ও পোস্টারের সাথে ডাস্টবিন গুলোর সুষ্ঠ ব্যাবহার করতে এই উদ্যোগ নেওয়া হয়।
লিফলেট বিতরণের সময় অ্যাসটার এর ছাত্র উপদেষ্টা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া, অ্যাসটারের সভাপতি এবং উক্ত সংগঠনের বিশ এর অধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
‘ক্যাম্পাসের পরিবেশ রক্ষার্থে সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ ,শিক্ষার্থীদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সহায়তা ও কাউন্সেলিং প্রদান,ক্যাম্পাস ও সর্বোপরি দেশের বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সহযোগিতা ,পিছিয়ে পড়া ও অনগ্রসর শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,খেলাধুলায় আগ্রহ তৈরি করা,মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও যৌন হয়রানী বন্ধে সহযোগী সেলগঠন এবং সহায়তা প্রদান ।ক্যাম্পাসের যেকোনো সামাজিক,সাংস্কৃতিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত থাকাই হলো সংগঠনটির মূল উদ্দেশ্য।
বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী হিমেল বলেন, অ্যাসটার একটি ভিন্ন ধর্মী সংঘঠন,যা পরিবেশ সুস্থ রাখতে সর্বদায় নিয়োজিত।এছাড়াও অ্যাসটার কে দেখেছি সব সময় নিজ ক্যাম্পাস পরিষ্কার করা সহ বৃক্ষ রোপন করে সেই সাথে হলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকে।আমার মতে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এমন একটি সংগঠন থাকা উচিত।
এসময় সংগঠনটির সভাপতি কামরুজ্জামান কামরুল বলেন, আমাদের সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসটার। আমরা সর্বদাই চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ভারসাম্য,পরিষ্কার -পরিচ্ছন্ন রাখার। আমাদের ছোট উদ্যোগে সবাইকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।
প্রসঙ্গত “সবার সাথে, সবার মাঝে ,সবার জন্য” এ মূলমন্ত্রকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক ভিন্নধর্মী সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, অ্যাসোসিয়েশন ফর স্টুডেন্টস অ্যান্ড এনভায়রনমেন্টাল রেইনফরস (অ্যাসটার) অক্টোবর, ২০২২ সালে সংগঠনটির যাত্রা শুরু করে।####
পত্রিকা একাত্তর/ফারহান সাদিক
আপনার মতামত লিখুন :