ববিতে গুচ্ছ (খ) ইউনিটের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন


বরিশাল বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি প্রকাশের সময় : ২০/০৫/২০২৩, ৬:০১ অপরাহ্ণ /
ববিতে গুচ্ছ (খ) ইউনিটের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) তৃতীয় বারের মত গুচ্ছ পদ্ধতিতে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিতির হার ছিল ৯৮.১০ শতাংশ।

শনিবার (২০মে) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর ২০মিনিট আগে কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার্থীদের সার্বিক বিষয়ে খোঁজ নেন ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

ববি কেন্দ্রে ‘খ’ ইউনিটের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৩হাজার ৫৭৬ জন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩হাজার ৫১৮ জন। অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৫৮।

কেন্দ্র পরিদর্শন করে ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, “কেন্দ্র পরিদর্শন করে ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, “তৃতীয়বারের মত গুচ্ছ পদ্ধতিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার ব্যবস্থাপনা নির্বিঘ্ন করার জন্য সকল রকমের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ প্রশাসনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষ, কর্মকর্তা-কর্মচারী সকলের সার্বিক সহযোগীতায় সুষ্ঠু সুন্দর পরিবেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। আগামীতেও এমন সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য”।

উল্লেখ্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ২৭মে ব্যবসায় শিক্ষা বিভাগের এবং ৩ জুন বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পত্রিকা একাত্তর/  মামুন