patrika71
ঢাকারবিবার , ২৩ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

বেরোবি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে যারা

বেরোবি প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্র কল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে সভাপতি হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাজিম আল হাসান এবং সাধারণ সম্পাদক ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন।

বুধবার (৫ এপ্রিল) সংগঠনটির উপদেষ্টা মন্ডলির স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্য সহ-সভাপতি: আব্দুর রহিম ভূঁইয়া, রিহান আক্তার ইতি, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান, কোষাধ্যক্ষ: আব্দুর রহমান, প্রকাশনা বিষয়ক সম্পাদক: গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসাইন, প্রচার সম্পাদক: এনামুস সাকিব, উপপ্রচার সম্পাদক: সোনিয়া ইসলাম, দপ্তর সম্পাদক: খলিল আহমেদ, উপদপ্তর সম্পাদক: সারোয়ার ইসলাম, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক: সাদিয়া সুলতানা, উপছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক: জান্নাতুল ফেরদৌস টুম্পা।

এছাড়াও কার্যকর সদস্য ইমাম হুসাইন জিহাদুর রহমান, নাজমুল ইসলাম, শাহিন মুনতাসির, সবুর ভুঁইয়া।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক গোলাম রব্বানী বলেন, সংঘটনটি প্রতিষ্ঠা লগ্ন হতে অদ্যাবধি নানা ধরনের সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।

তিতাস বিধৌত, মেঘনার কূলঘেষা সংস্কৃতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া।উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খা এর পূন্যভূমি ব্রাহ্মণবাড়িয়া।

তিনি আরো বলেন, ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম এর মতো সূফি সাধক এর জন্মে এই এ ভূমিতে। ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি, ঐতিহ্য রক্ষায় আমরা বদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ।

উল্লেখ্য, জন্মেছি মোরা তিতাস নদীর তীরে, জ্ঞানের জ্যুতি ছড়াব বিশ্ব জুড়ে”- এই স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরে অবস্থানরত ব্রাহ্মণবাড়িয়া জেলার ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০১৯ সালে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ সমিতি।

পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক