patrika71
ঢাকাবুধবার , ১২ এপ্রিল ২০২৩
  1. অনুষ্ঠান
  2. অনুসন্ধানী
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. ইসলাম
  8. কবিতা
  9. কৃষি
  10. ক্যাম্পাস
  11. খেলাধুলা
  12. জবস
  13. জাতীয়
  14. ট্যুরিজম
  15. প্রজন্ম
আজকের সর্বশেষ সবখবর

সোহরাওয়ার্দী কলেজস্থ ছাত্রকল্যাণের নেতৃত্বে শুভ-অনিক

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ
Link Copied!

সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত টাঙ্গাইল জেলার শিক্ষার্থীদের কল্যাণে গঠিত সংগঠন টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শুভ সরকার (সপ্তম)- কে সভাপতি এবং হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ অনিক -কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) সংগঠনটির পক্ষ থেকে আগামী ১ বছরের জন্য টাঙ্গাইল জেলা ছাত্রকল‍্যাণ পরিষদের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এ সংগঠনের উপদেষ্টা সাকিব আল হাসান ও জাহিদ হাসান সুমন স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সুবর্ণা মোস্তফা। সভাপতি হিসেবে রয়েছেন রোকন শাহ ও মোঃ জাহাঙ্গীর হোসেন। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সজীব আহমেদ পলাশ এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন রাহাত খান রাজ।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে হৃদয় আহসান সুজন এবং মোঃ নাজমুল হক তুহিনকে মনোনীত করা হয়েছে।

এছাড়াও এ কমিটিতে প্রচার সম্পাদক পদে সানজিদ, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নওরিন জামান রিয়া, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে বাধন আহমেদ, অর্থ বিষয়ক সম্পাদক পদে মাহবুব হোসেন তৌহিদ, দপ্তর সম্পাদক পদে আজম, আপ্যায়ন সম্পাদক পদে রাসেল আকন্দ, ধর্ম বিষয়ক সম্পাদক পদে রাফি মোহাম্মদ সাফিন, পাঠাগার সম্পাদক পদে আব্দুর রহমান শাকিল ও কার্যকরী পরিষদের সদস্য হিসেবে মোঃ ইউসুফ হোসাইন ও হামিদুর রহমান রনিকে মনোনীত করা হয়।

পত্রিকা একাত্তর/ অর্পুব