ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল


বরিশাল বিশ্ববিদ্যালয়, প্রতিনিধি প্রকাশের সময় : ০৫/০৪/২০২৩, ১২:১১ পূর্বাহ্ণ /
ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ঠা) এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া।

ইফতারের পূর্বে দেশ ও জাতির অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।মোনাজাতটি পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম মাওলানা গোলাম মোস্তফা। এদিকে ইফতার মাহফিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মিলনমেলায় পরিণত হয়।

পত্রিকা একাত্তর/ মামুন