বঙ্গবাজার ট্রাডেজি: উদ্ধার অভিযানে সোহরাওয়ার্দী কলেজের বিএনসিসি


সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি প্রকাশের সময় : ০৪/০৪/২০২৩, ৫:৪২ অপরাহ্ণ /
বঙ্গবাজার ট্রাডেজি: উদ্ধার অভিযানে সোহরাওয়ার্দী কলেজের বিএনসিসি

মঙ্গলবার (৪ এপ্রিল) রাজধানীর বঙ্গবাজারে সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় সাড়ে ছয় ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

বাংলাদেশে কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজার। সামনে পহেলা বৈশাখ এবং ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকানিরা তাদের দোকানকে সাজিয়েছিলেন ভিন্ন আঙ্গিকে। অনেকে তুলেছিলেন নতুন মডেলের পোশাক কিন্তু সব যেন মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল।

এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি, ওয়াসার সাহায্যকারী দল যোগ দেয়। পাশাপাশি অংশগ্রহণ করে সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসির সাতজন চৌকস সদস্য।

উদ্ধারাভিযান সম্পর্কে বিস্তারিত জানান দলের ক্যাডার আন্ডার অফিসার শিহাব আহাম্মদ আলভী। তিনি বলেন, রাজধানীর বঙ্গবাজার মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় সকাল প্রায় সাড়ে ন’টার দিকে খবর পেয়ে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের প্লাটুন কমান্ডার মোঃ মঈনুল ইসলাম স্যারের নির্দেশে এক দল চৌকস ক্যাডেট উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন।

ক্যাডেট কর্পোরাল মনিরের পরিচালনায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বিএনসিসি প্লাটুনের ৭ জন ক্যাডেট এ উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। উদ্ধার অভিযানটিতে তারা বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সম্মিলিতভাবে সরাসরি আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে অংশগ্রহণ করে।

পত্রিকা একাত্তর/ অপূর্ব