সরকারি সিদ্ধান্তের সাথে মিল রেখে রমজান মাসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সেই সাথে নতুন সময়সূচি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৫ই মার্চ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার বাহউদ্দিন গোলাপ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পবিত্র মাহে রমজানে অফিসসমূহ সকাল ৯টা থেকে বিকেল ৩:৩০ মিনিট পর্যন্ত চলবে। বেলা ১:৩০ মিনিট থেকে ১.৪৫ মিনিট পর্যন্ত নামাজের বিরতি এবং সাপ্তাহিক ছুটি যথারীতি শুক্রবার ও শনিবার বহাল থাকবে। পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও অন্যান্য অফিসের সময়সূচি জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
মঙ্গলবার (১৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে রমজান মাসে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
পত্রিকা একাত্তর/ মামুন