শিক্ষার্থীদের হাতে-কলমে সিভি তৈরি শেখানো ও ক্যারিয়ার বিষয়ক পরামর্শ দিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)স্মার্ট সোসাইটি।
বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকালে বেরোবি স্মার্ট সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের রাস্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে ‘সিভি রাইটিং ও ডিভলপিং ক্যারিয়ার প্লান’ ওয়ার্কশপ থেকে শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক ধারণা ও সিভি তৈরি শিখানো হয়।
ওয়ার্কশপটির সঞ্চালনায় ছিলেন সংগঠনটির কো-অর্ডিনেটর রবিউল হাসান সাকিব।এসময় রিসোর্স পার্সোন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদুল হক ও বাংলাদেশ ইয়ুথ লিডারশীপ সেন্টারের সাবেক সিনিয়র এক্সিকিউটিভ, বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের আইডিয়া প্রকল্পের সাবেক এসোসিয়েট ও লোকপ্রশাসন বিভাগের প্রভাষক নিয়াজ মাখদুম, বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া সহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় নিয়াজ মাখদুম উপস্থিত শিক্ষার্থীদের হাতে-কলমে সিভি তৈরির বিভিন্ন কলাকৌশল এবং নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
নিয়াজ মাখদুম বলেন, একাডেমিক পড়ালেখার পাশাপাশি বর্তমান চাকুরীর বাজারে নিজেকে উপযোগী করে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের ক্ষেত্রে আমরা শিক্ষকেরা অনেক সময় সেই সুযোগ পাইনা। সেক্ষেত্রে বিভিন্ন সংগঠনের এমন উদ্যোগ শিক্ষার্থীদের চাকুরীর বাজারের জন্য প্রস্তুত করতে সহায়ক ভূমিকা পালন করবে। শিক্ষার্থীদের তিনি এসময়ে হার্ভার্ড ও এমআইটি বিশ্ববিদ্যালয়ের ‘সিভি রাইটিং গাইডলাইন’ এর আলোকে দিকনির্দেশনা প্রদান করেন।
মাহমুদ হক বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ে শুধু সার্টিফিকেট নিয়ে বের হওয়ার সাথে কিছু স্কিল নিয়ে বের হলে চাকরি প্রতিযোগিতায় অনেক এগিয়ে থাকবে।কারণ সার্টিফিকেট তোমাকে চাকুরী না দিলেও যে দক্ষতা গুলো তোমার আছে সেটাই তোমাকে চাকুরী পাওয়ার সুযোগ করে দিবে।”
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, এ ওয়ার্কশপে এসে আমি নিজেও নতুন কিছু শিখতে পেরেছি। অনেক ব্যস্ততার মাঝে এসে ভালো লাগলো। আমি শিক্ষার্থীদের বলবো তারা যেনো ধরণের অনুষ্ঠানে বেশি বেশি অংশগ্রহণ করে। আর আমি স্মার্ট সোসাইটির উত্তর উত্তর সাফল্য কামনা করছি।
অনুষ্ঠানে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, সিভি তৈরি করতে এর আগে যে সমস্যার সম্মুখীন হইতাম এবং ভুল করেছিলান এ ওয়ার্কশপে অংশ নিয়ে তা দূর হয়ে গেছে। এখন নিজেই নিজের জন্যে ভালো সিভি তৈরি করতে পারবো।
সংগঠনটির আহ্বায়ক রাজু আহমেদ ও সদস্য সচিব শিপন তালুকদার বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নের উদ্দেশ্য নিয়ে স্মার্ট সোসাইটির আত্মপ্রকাশ হয়েছে। আজকে ‘সিভি রাইটিং ও ডিভলপিং ক্যারিয়ার প্লান’ ওয়ার্কশপের মাধ্যমে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো। আগামিতেও এ ধরণের ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক ওয়ার্কশপসহ প্রশিক্ষণ মূলক প্রোগ্রাম এর আয়োজন করা হবে এবং অংশ নেয়া শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হবে।
উল্লেখ্য ‘এসো এবং দক্ষতা অর্জন করে স্মার্ট হও’ (Come and be smart with skills) স্লোগানকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায়োগিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ’স্কিলস ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্স ট্রেনিং সোসাইটি (SMART/স্মার্ট) ৪ ফেব্রুয়ারী, ২০২৩ মাহমুদুল হকের পৃষ্ঠপোষকতায় সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।
পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক
আপনার মতামত লিখুন :