“হিংসে নয় কল্যাণে মোরা, প্রত্যেকে মোরা ঐক্য ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ রংপুর সিটির শিক্ষার্থীদের সংগঠন রংপুর সিটি ছাত্র কল্যাণ পরিষদের পক্ষ থেকে ১৪ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় সংগঠনটি।
১১ ই মার্চ রোজ শনিবার বিকেল ৪ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক প্রাঙ্গণে নবীনদের অভিনন্দন জানিয়ে একটি শুভেচ্ছা র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মো: মোস্তাফিজার রহমান মোস্তফা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আবুল কাশেম, যুগ্ম-আহ্বায়ক-রংপুর মহানগর আওয়ামী লীগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক -রংপুর মহানগর যুবলীগ, মো: মাহফুজুর রহমান শামীম, সাধারণ সম্পাদক-বেরোবি ছাত্রলীগ।
বক্তব্য রাখেন রংপুর সিটি ছাত্র কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টা মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ-উল-হাসান,গণিত বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো: ইসমাইল হোসেন।
উপস্থিত ছিলেন বেরোবি ছাত্রলীগের সভাপতি জনাব পোমেল বড়ুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ মিহার মাহমুদ শাওন, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো: মঞ্জরুল ইসলাম ও মামুন সবুজ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র সংগঠনের সভাপতি মো: রেজওয়ানুল ইসলাম নিলয়, সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো: রোজ ইসলাম।
এ সময় শতাধিক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় রংপুর সিটি ছাত্র কল্যাণ পরিষদ। সন্ধ্যা ৬ ঘটিকায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক