বেরোবি সনাতন বিদ্যার্থী সংসদের নবীনবরণ ও নতুন কমিটি ঘোষণা


বেরোবি প্রতিনিধি প্রকাশের সময় : ০৩/০৩/২০২৩, ১১:১৪ অপরাহ্ণ /
বেরোবি সনাতন বিদ্যার্থী সংসদের নবীনবরণ ও নতুন কমিটি ঘোষণা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের ধর্মচক্র ও ধর্ম চর্চার সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ কর্তৃক নবীণবরন ও নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনটির উপদেষ্টা ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. অবিনাশ সরকার।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ক্যাফেটেরিয়ার ২য় তলায় বিশ্ববিদ্যালয়ের নবাগত ১৪ তম ব্যাচের নবীন বরণ ও গীতা উপহার অনুষ্ঠানে এ কমিটির ঘোষণা করা হয়।

এতে সভাপতি নির্বাচিত হন সমাজবিজ্ঞান ১১ তম ব্যাচের শিক্ষার্থী পাপ্পু তালুকদার ও গণিত বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মহেন্দ্র নাথ সহ ৮ সদস্যদের কমিটি (আংশিক)। কমিটির অন্যান সদস্য হলেন সহ-সভাপতি মিঠুন চন্দ্র, রবীন্দ্রনাথ রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক শয়ন সাহা, জয় কুমার, সাংগঠনিক সম্পাদক ছন্দা রায় ও কুমার বিশ্বজিৎ।

এসময় উপস্থিত ছিলেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক অতুল চন্দ্র, বেরোবি ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মো: মাহফুজুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় কুমার টগর।

পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক