বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরণ করে বৃহত্তর নোয়াখালী জেলার ছাত্রদের সংগঠন “গ্রেটার নোয়াখালী স্টুডেন্টস ফোরাম”।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টায় একাডেমিক ভবন- ৩ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে নবীণবরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো: জাকের হোসেন পাশার সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মো: মুশফিকুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মো: সাইফুল ইসলাম সহ উক্ত সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে ও উক্ত সংগঠনের উপদেষ্টা লোক প্রশাসন বিভাগের প্রভাষক জনাব মো: সাইফুল ইসলাম সজীব সহ দায়িত্বশীল নেতৃবৃন্দ।
আমন্ত্রিত অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম সজীব বলেন,বৃহত্তর নোয়াখালী স্টুডেন্টস ফোরামে নবীণদের স্বাগতম, এ সংগঠন বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর নোয়াখালী জেলা থেকে আগত শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে, এ ধরনের মহতি উদ্যোগকে স্বাগত জানাই।
পত্রিকা একাত্তর/ ফারহান সাদিক