পিপিআই তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ২১/০২/২০২৩, ১১:৩২ অপরাহ্ণ /
পিপিআই তে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস-২০২৩ পালিত হয়েছে।

মঙ্গলবার (২১শে ফেব্রুয়ারী) একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান খান।

সকাল ৭ টা ৩০ মিনিটে পিপিআই প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত পতাকা স্টান্ডে জাতীয় পতাকা অর্ধনমিত করেন ইনিস্টিউটের অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান খান এবং কালো পতাকা উত্তোলন করেন মোঃ জহিরুল ইসলাম( চিফ ইনস্ট্রাক্টর, ননটেক)।

এসময় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং উপস্থিত সকলকে কালো ব্যাজ প্রদান করা হয়। এরপর ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সকল ডিপার্টমেন্ট এর শিক্ষক ও ছাত্র ছাত্রী সহ সাধারণ জনতা।

সকাল ৭টা ৪৫ মিনিটে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রশাসনিক ভবনের সামনে থেকে প্রভাতফেরী শুরু হয়। “প্রভাতফেরী” টি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে এসে শেষ হয়।

পরে মোঃ জহিরুল ইসলাম (চিফ ইনস্ট্রাক্টর, ননটেক) এর সভাপতিত্বে হল রুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান (চিত্রাঙ্কন, রচনা, কবিতা আবৃত্তি ও দেশাত্ববোধক গান) এর আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআই এর অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মো: এনামুল হক (চিফ ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান ইলেকট্রিক্যাল) সহ আরো অনেকে।

এসময় অধ্যক্ষ মো: মোস্তাফিজুর রহমান খান বক্তৃতায় বলেন, বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও সুস্থ অনুশীলনের মাধ্যমে নিজস্ব সংস্কৃতি ও মূল্যবোধের বিকাশ ঘটিয়ে আগামী প্রজম্মের জন্য একটি সুন্দর ভবিষ্যত গড়ে তুলতে হবে। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত এই দিনটি।

প্রকৌশলী মো:এনামুল হক বলেন,প্রতিবছর বাঙালি জাতিসহ পুরো বিশ্ব ২১ শে ফেব্রুয়ারিতে শ্রদ্ধা ভরে স্মরণ করে থাকে ভাষা শহীদদের। যে ২১ শে ফেব্রুয়ারিতে রফিক, জব্বার, বরকতদের মত আরও নাম না জানা শহীদদের জন্য বাঙালি জাতি অর্জন করেছিল রাষ্ট্রভাষা বাংলা। তাই আজও যখন ২১ শে ফেব্রুয়ারি আমাদের মাঝে উপস্থিত হয়। তখন যেন মনে পড়ে সেদিনের কথা।

এ সময় ছাত্রদের মাঝে আরো বক্তব্য প্রদান করেন অনন্য অতিথিবৃন্দ। পরে শহীদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয় এবং প্রতিযোগিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পত্রিকা একাত্তর/ এস.এম.সোহান