নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ন্যাচার কনজারভেশন ক্লাব’ এর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় এবং দেশের সার্বিক জীববৈচিত্র্য, বন্য প্রাণীর আবাসস্থল গড়ে তোলাসহ পরিবেশ রক্ষায় বিভিন্ন কর্মসূচি পালনের উদ্দেশ্যে ক্লাবপর প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করেছে প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নোবিপ্রবি উপ-উপাচার্য ও প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী ক্লাবটির ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেন৷
আগামী এক বছরের জন্য কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে মনোনীত হয়েছেন জান্নাতুন নেসা মিতু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবে মো. মোতাহার হোসেন।
নবনির্বাচিত সভাপতি জান্নাতুন নেসা মিতু বলেন, আমরা মূলত বিশ্ববিদ্যালয় ও এর বাইরের জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ রক্ষা, অতিথি পাখির অভয়ারণ্য , বন্য প্রাণীর আবাসস্থল গড়ে তোলার মতো কার্যক্রমকে সামনে রেখে সবাই মিলে কাজ করব। লক্ষ্যে পৌছাতে ও সফলতা অর্জন করতে সকলের সহযোগিতা চাই।
পত্রিকা একাত্তর/ রাজু