নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নব-নির্বাচিত শিক্ষক সমিতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।
আজ সোমবার (০৯ জানুয়ারি) সমিতির নেতৃবৃন্দ এই শ্রদ্ধা নিবেদন করে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমানের নেতৃত্বে নব-নির্বাচিত সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় শিক্ষক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ রাজু