পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপিত


নিজস্ব প্রতিনিধি প্রকাশের সময় : ১৬/১২/২০২২, ৬:৩৭ অপরাহ্ণ / ২২৬
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপিত

আজ ১৬ ডিসেম্বর। বিজয়ের ৫১ তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এদিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশসহ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখন্ডের নাম জানান দেয়ার দিন।

যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচির আয়োজন করেছে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট। শুক্রবার ভোরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল সাড়ে ৬ টায় আনন্দ শোভাযাত্রা নিয়ে স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল ডিপার্টমেন্টের শিক্ষক, ছাত্র ছাত্রী ও রোভার স্কাউটস।

পত্রিকা একাত্তর/ এস.এম.সোহান