বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণ কার্যক্রমের আওতায় যন্ত্রের মাধ্যমে ধান কর্তন ও মাঠ দিবস মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় জলমা ইউনিয়নের চরা এলাকায় অনুষ্ঠিত হয় ।
উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলামের স্বাগত বক্তব্যে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ জাকিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন।
মাঠ দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত উপ- সহকারী কৃষি অফিসার জীবানন্দ রায়, জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায় মিঠু, জলমা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মনোয়ার বেগম শিউলী, ইউপি সদস্য যথাক্রমে অশোক কুমার মন্ডল, গৌরাঙ্গ হালদার, নারী নেত্রী আফরোজা বেগম, কৃষক দের মধ্যে৷ বিভিন্ন দাবি তুলে ধরে গোবিন্দ সরকার বলেন সাঁচি বুনিয়া থেকে প্রবাহিত মান্দার নদী খনন, তেতুলতলা দশ গেট থেকে পানি নিষ্কাশনের সু-ব্যবস্থা করা, খালের সীমানা নির্ধরন পূর্বক অবৈধ দখলদারদের উচ্ছেদ করা, খাল সরকারি বন্দো ব্যবস্থা দেওয়া বন্ধ করা, বি সি আর এর নামে যারা ভূয়া কাগজ বানিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোস্তাফিজুর রহমান, প্রতাপ বালা সহ শত শত কষৃক ও কৃষানী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পত্রিকা একাত্তর/ আক্তারুল ইসলাম
আপনার মতামত লিখুন :