৮ম শ্রেনীর পর পড়াশোনা না করে মনোনিবেশ করলেন সবজি চাষে।মৌসুম ভিত্তিক সবজি চাষ করে নিজের আয়ের উৎস তৈরী করে নিয়েছেন হেলাল উদ্দিন।
বছরে সকল মৌসুমী সবজি চাষ করেন তিনি। এবার শীত মৌসুমে ৮ বিঘা জমিতে শীম, টমেটো,বাঁধা কপি, লাল শাক, মুলা, কুমড়া চাষাবাদ করেন। পাশাপাশি রয়েছে পেঁপে এবং কলা বাগান।তাছাড়া পালন করেন কয়েকটি গরু।যেগুলো প্রস্তুত করছেন কোরবানির জন্য।
লক্ষ্মীপুর শহরের তরকারি বাজার ও পিয়ারাপুর সবজি বাজারের অধিকাংশ চাহিদা পূরণ হয় হেলালের এই খামার থেকে।লক্ষ্মীপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের হেলাল বলেন, প্রতিবছর ৫-৬ লক্ষ টাকা আয় হয় তার এই কৃষি খামার থেকে।
পত্রিকা একাত্তর/ তারেক মাহমুদ