patrika71 Logo
ঢাকাসোমবার , ১৩ সেপ্টেম্বর ২০২১
 1. অনুষ্ঠান
 2. অপরাধ
 3. অর্থনীতি
 4. আইন-আদালত
 5. আন্তর্জাতিক
 6. আন্দোলন
 7. আবহাওয়া
 8. ইভেন্ট
 9. ইসলাম
 10. কবিতা
 11. করোনাভাইরাস
 12. কৃষি
 13. খেলাধুলা
 14. চাকরী
 15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় ট্রলার ডুবি, জেলেদের জীবিত উদ্ধার

পত্রিকা একাত্তর ডেক্স
সেপ্টেম্বর ১৩, ২০২১ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

ad

পটুয়াখালী জেলার কুয়াকাটা সমুদ্র সৈকতে (১২/৯/২১) ইং তারিখ রোজ রবিবার সকাল ১১ঃ৩০ সময় একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। ঘটনাটি ঘটে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ১ কিলোমিটার গভীরে।

ট্রলারে থাকা প্রধান মাঝি জানান যে, গত শুক্রবার মাছ ধরার জন্য ১৫ জন জেলে নিয়ে আলীপুর মৎস বন্দর ছেড়ে সমুদ্রের উদ্দেশ্যে রওয়ানা হই। শনিবার রাতে আবহাওয়া খারাপ থাকায় সমুদ্র উত্তাল হয়। হাঠাৎ সমুদ্রের ঢেউ বেরে গেলে গভীর সমুদ্রে না গিয়ে উপকুলে ফিরে আসতে শুরু করি। কুয়াকাটা সি বিচের কাছাকাছি আসলে বড় একটি ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায় তবে কেউ হারিয়ে যায় নি। সকলেই সুস্থ আছে।

সি বিস ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক লিটন জানান হঠাৎ দেখলাম একটা ট্রলার উল্টে গেছে লোকগুলো উল্টে যাওয়া ট্রলারের উপর দাড়িয়ে আছে। সাথেসাথে আমরা তিনটি ওয়াটার বাইক ও পাঁচ জন ট্যুর গাইড পাঠেয়ে জেলেদের উদ্ধার করি।প্রচন্ড ঢেউয়ের মাঝে তাদেরকে উদ্ধার করতে প্রায় ১ ঘন্টা সময় লাগে। এঘটনা শুনে উৎসুক জনতা এসে ভীর জমায়। ডুবে যাওয়া ট্রলারটি সমুদ্রের তীরে আনা হয়।

মোঃ আশরাফুল ইসলাম: জেলা প্রতিনিধি পটুয়াখালী।